ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবারও বৃষ্টির বাধা প্রিমিয়ার লিগে
Published : Thursday, 3 June, 2021 at 2:15 PM
আবারও বৃষ্টির বাধা প্রিমিয়ার লিগে কিউরেটর গামিনি ডি সিলভা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। গ্র্যান্ড স্ট্যান্ডের বাঁদিক ঘেষে থাকা গ্রাউন্ডস কমিটির রুমের পাশে দাঁড়িয়ে গ্রাউন্ডসম্যানদের তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন গামিনি। এর কারণ শেরেবাংলার মেঘলা আকাশ।

শেষমেশ সত্যি হলো সেই আশঙ্কাই। আবাহনী লিমিটেড আর ওল্ডডিওএইচএস এর মধ্যকার ম্যাচ শুরুর পরপরই শুরু হলো বৃষ্টি। ফলে বন্ধ হয়ে গেছে খেলা।

মাঝে বুধবার প্রায় বৃষ্টির বিনা বাধায় চালানো গিয়েছিল দিনের তিন ম্যাচ। বৃহস্পতিবারও দিনের প্রথম ম্যাচ হয়েছে কোনো ঝামেলা ছাড়াই।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই এলো বৃষ্টির বাগড়া। ম্যাচে টস জিতে ডিওএইচএস অধিনায়ক মোহাইমিনুল খান আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। আবাহনী ইনিংসের ৭ বল যেতেই বৃষ্টিতে বন্ধ হয়ে গেল খেলা। স্কোরবোর্ডে রান তখন বিনা উইকেটে ৫।

এর আগে দিনের প্রথম ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জকে ৮ উইকেট হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। [আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকসহ ৪ উইকেটে] মাত্র ১১১ রানে গুটিয়ে গিয়েছিল রুপগঞ্জ।

পরে অধিনায়ক মিজানুর রহমানের ৫২ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে ২৭ বল আগেই ম্যাচ জিতে নেয় ব্রাদার্স। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আলাউদ্দিন বাবু।