Published : Friday, 4 June, 2021 at 12:00 AM, Update: 04.06.2021 1:23:00 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে
নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এখন
পর্যন্ত ১২ হাজার ৮৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা
গেছেন ৪৩৫ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ ১০ হাজার ৬০৮ জন।
বৃহস্পতিবার
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২৬৫
রিপোর্টের মধ্যে নতুন করে জেলায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের
হার বেড়ে ৫.৭ শতাংশে অবস্থান করছে। তবে বৃহস্পতিবার করোনা আক্রান্ত
ব্যক্তিদের মধ্যে কেউ মারা যায়নি।
করোনা শনাক্ত নতুন ১৫ ব্যক্তির মধ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ০৫জন। বাকীদের মধ্যে বুড়িচং, চান্দিনা,
চৌদ্দগ্রাম, লালমাই ও নাঙ্গলকোটে একজন করে এবং বরুড়া ও মনোহরগঞ্জে দুইজন
করে।
এদিকে কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়েছেন।