ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইন অমান্য করে ট্রলার চালু, ২৩ মালিকের জরিমানা
Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন অমান্য করে ট্রলার চালুর অভিযোগে ২৩ মালিককে নয় লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ জুন) সিদ্ধিরগঞ্জস্থ র‌্যাব -১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তারা হলেন- মো. রাজ মিয়া (৩২), হরমুজ সরকার (৪০), মো. আউয়াল মিয়া (৩২), রফিকুল ইসলাম (৩২), শিকুল ইসলাম (৩৬), মো. আরমান আলী (৩৭), মো. সূর্য (৩২), মো. নান্না মিয়া (৩২), সান্ত মিয়া (৩২), কামাল (৩২), সোহেল মিয়া (২৯), মো.ইউনুস (৩৫), সাব্বির (৩৩), লিয়াকত ফকির (৩৩), মঞ্জুরুল আলম (২৮), আমির হোসেন ভূঁইয়া (৩২), মো. শরিফুল (৩৯), বাবু মিয়া (৩২), তৌহিদ (৩০), বিল্লাল (৩৫), ইসমাইল সাধু (২৯), মিজানুর রহমান (৩৯) ও বাদল মিয়া (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩ জুন) কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় নৌ-আইন অমান্য করে ট্রলার চালুর দায়ে ২৩ ট্রলার মালিককে আটক করে তাদের জরিমানা করা হয়।