ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আট প্রতিষ্ঠানকে পৌনে ৯ লাখ টাকা জরিমানা
Published : Saturday, 5 June, 2021 at 12:00 AM
অনুমোদনহীন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদনের দায়ে আটটি প্রতিষ্ঠানকে মোট আট লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যা ব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র্যা ব-১০ এর সমন্বয়ে একটি দল বৃহস্পতিবার সকাল ১০টায় অভিযান শুরু করে। এ সময় বিএসটিআই প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন বেকারিগুলোয় অভিযান চালান। অভিযানে তারা দেখতে পান, প্রতিষ্ঠানগুলো ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ এবং বিক্রি করছে। এসব অপরাধে ঢাকা নুর বেকারীকে দেড় লাখ, মায়ের দোয়া বেকারী ও কনফেকশনারীকে এক লাখ, মর্নিং ফুড ফ্যাক্টরীকে এক লাখ, মজিদ বেকারীকে এক লাখ, মিম বেকারীকে এক লাখ, বনলতা বেকারীকে দেড় লাখ, নিউ প্রোটিন বেকারীকে দেড় লাখ ও কর্নফুলি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।