করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন কেন্দ্রগুলো। ফ্রান্সও এর ব্যতিক্রম নয়। তবে এরই মধ্যে বিদেশি পর্যটকদের স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। তবে শর্ত একটাই- করোনারোধী টিকা নেওয়া থাকতে হবে।
গত শুক্রবার ফরাসি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা টিকা নেওয়া ইউরোপীয়দের জন্য করোনা টেস্টের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে।
বাকি বিশ্বের বেশিরভাগ এলাকা থেকেও টিকা নেওয়া পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে ফ্রান্স। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল এবং উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলো। তবে সেক্ষেত্রে পর্যটকদের অবশ্যই করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসতে হবে।
ভ্রমণের নতুন এই নির্দেশনা আগামী বুধবার থেকে কার্যকর হবে।
তবে ফরাসি কর্তৃপক্ষের ‘লাল তালিকাভুক্ত’ ১৬টি দেশের পর্যটকেরা এখনই এই সুবিধা পাচ্ছেন না। ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের মতো সংক্রমণের উচ্চহারযুক্ত দেশগুলো থেকে ভ্রমণপ্রত্যাশীদের টিকা নেয়া থাকলেও ভ্রমণের কারণ ব্যখ্যা করতে হবে এবং অন্তত ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই তালিকায় নাম রয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, তুরস্কেরও। সূত্র: এবিসি নিউজ, ফ্রান্স২৪