ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হত্যার পর স্ত্রীর লাশ পুকুরে ফেলে দেন ভ্যানচালক
Published : Saturday, 5 June, 2021 at 2:18 PM
হত্যার পর স্ত্রীর লাশ পুকুরে ফেলে দেন ভ্যানচালকমুন্সীগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন এক ভ্যানচালক। এ ঘটনায় মুন্সীগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

নিহত পারভীন আক্তার (৩৫) উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার ওহিদুল মুন্সীর (৪০) স্ত্রী। গত বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে ওহিদুলকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (০৪ জুন) বিকালে শ্রীনগর থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে পারভীন আক্তারের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পারভীন আক্তারের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করলে হত্যার কথা স্বীকার করেন।

ওহিদুল মুন্সীর জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জমি নিয়ে ওহিদুল মুন্সীর সঙ্গে প্রতিবেশী রাজা মিয়া ও তার ভাই ইনসান ডাফার বিরোধ চলছিল। রাজা মিয়া তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলাও করেছেন। প্রতিশোধ নিতে ওহিদুল মুন্সী কৌশলে বাড়িতে পুলিশ আসবে বলে গত বুধবার গভীর রাতে স্ত্রী পারভীন আক্তারকে জানান। পুলিশ থেকে নিরাপদে থাকার কথা বলে রাত দেড়টার দিকে ওহিদুল তার স্ত্রীকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কমলার বিলের নির্জন পুকুর পাড়ে যান। সেখানে ধারালো কাঁচি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন।

এ সময় স্ত্রী বাঁচার আকুতি জানালেও মন গলেনি স্বামীর। হত্যার পর লাশ পুকুরে ফেলে দেন। এ ঘটনায় পারভীনের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে মামলা করেন। গ্রেফতারের পর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন ওহিদুল। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঞা, পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ও মো. আজগর আলী (অপারেশন)।