ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে জয়ের ধারায় আছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। আজ (শনিবার) ব্রাদার্স ইউনিয়নকে হেসেখেলেই হারিয়েছে মুশফিকুর রহিমের দল। পেসার তানজিম হাসান সাকিবের তোপে ব্রাদার্সকে ১০১ রানে থামিয়ে দিয়ে মুশফিক-নাঈম শেখের দৃঢ়তায় ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী। তিন ম্যাচের সবক’টি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে আবাহনী-ব্রাদার্সের ম্যাচটি ১১ ওভারে নেমে আসে। টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ব্রাদার্স আলাউদ্দিন বাবুর ১০ বলে ২৪ ও জিয়াদুজ্জামানের ১০ বলে করা ২৫ রানে নির্ধারিত ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে।
যুব বিশ্বকাপজয়ী দলের পেসার তানজিম হাসান সাকিবের বোলিংয়ের সামনে ব্রাদার্সের বাকি ব্যাটসম্যানদের কেউ দাঁড়াতে পারেননি। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর দীর্ঘদিন ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে এই পেসারকে। তবে ইনজুরি থেকে ফিরে প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন সাকিব। আজ ব্রাদার্সের ৩ উইকেট তুলে নিতে খরচ করেছেন মাত্র ৯ রান। বাকি ২ উইকেট নিয়েছেন আরাফাত সানি।
১০২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও মুনিম শাহরিয়ার শুরুটা ভালোই করেছিলেন। দলীয় ৩৮ রানে মুনিম (২৫) আউট হলেও আবাহনীর জয় পেতে সমস্যা হয়নি। অধিনায়ক মুশফিক-নাঈমের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে ৯ উইকেটর জয় পায় ঐতিহ্যবাহী ক্লাবটি। নাঈম ২৬ বলে ১ চার ও ১ ছয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মুশফিক ২১ বলে ৬ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন।