দিল্লিতে বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড ৪২.২ ডিগ্রি
Published : Thursday, 10 June, 2021 at 11:51 AM
দিল্লিতে বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বুধবার। এদিন তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। শহরের কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যায় বলে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার দিল্লির পিতমপুরাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। নাজাফগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক বাতাস ও আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়াবিদরা।
দিল্লির বাতাসে ধুলাবালির আধিক্য থাকায় বাতাসের মানও "খুবই খারাপ' ক্যাটাগরিতে রাখা হয়েছে। আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তখন বাতাসের মানে উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।