ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় মুক্তিযোদ্বা আলোকিত পরিবার ও কবিদের সন্মাননা অনুষ্ঠিত
ইলিয়াছ আহমদ
Published : Friday, 11 June, 2021 at 8:26 PM
বরুড়ায় মুক্তিযোদ্বা আলোকিত পরিবার ও কবিদের সন্মাননা অনুষ্ঠিতকুমিল্লার বরুড়া উপজেলায় শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে ওরাই আপনজন সংগঠনের উদ্যেগে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৬১ জন কে সন্মাননা দেয়া হয়।বীর মুক্তিযোদ্বা ৭০ জন, বরুড়া গ্রামের ডাক্তার কৃতি সন্তান ৩২ জন  ডাক্তার,  ১২ জন ইন্জিনিয়ার, বিসিএস ক্যাডার ১১ জন, মানবিক ডাক্তার ৫ জন, বরুড়া উপজেলার ৫ জন কবি সোহেল রানা,সবুজ হোসেন, জামাল হোসেন শাহজী, জহিরুল ইসলাম ও সেন্টু রঞ্জন, মরোনোত্তর বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা  আলহাজ্ব ক্বারী আবদুল গফুর, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী নোয়াব আলী  ও অন্যান্য বিষয় প্রভাষক, সাটার একাউন্টেন সহ  ২৪ জন মোট ১৬১ জন কে সন্মাননা দেয়া হয়। 
অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান এস আই  বিশ্বজিৎ। 
ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, অভিভাবক এডভোকেট মোস্তাফিজুর রহমান, ডাঃ ফরিদ উদ্দিন, খোশবাস বার্তার সম্পাদক মোঃ ইউনুছ প্রমুখ। 
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন এডভোকেট শাকিলা জামান ও ওরাই আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন। 
কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি শুরু করেন। জাতীয় সংগীত গাওয়ার  সময় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
তারপর বীর মুক্তিযোদ্ধার পা ধুয়ে দেন সংগঠনের সভাপতি ইলিয়াছ আহমদ। একজন আলোকিত অভিভাবকের পা ধুয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন ও সংগঠনের সদস্য সুবর্না ঘোষ একজন আলোকিত জয়ীতার পা ধুয়ে দেন। 
 আলোচনা শেষে সকলকে সন্মাননা উপহার তুলে দেন অতিথি বৃন্দ।
বরুড়া উপজেলা সামাজিক সংগঠন ওরাই আপনজন অনুষ্ঠান কে স্বাগত জানিয়েছেন বরুড়ার সুশীল সমাজ। এ সময় ওরাই আপনজন সংগঠনের দুলাল বৈষ্ণব,  ইন্জিনিয়ার খালেদ ইবনে মতিন, গোলাম কিবরিয়া বাপ্পি,  আশিকুর রহমান দিদার, তাছলিমা আক্তার সাকী,,ইকবাল হোসেন  মেহেদী হাসান,সুবর্না ঘোষ,আবদুস সালাম,হাবিবুর রহমান,মোঃ গনি মিয়া রোজিনা আক্তার মানুষ মানুষের জনয় সংগঠনের সভাপতি আজহার সুমন,  জীবনশৈলীর  সভাপতি মোঃখলিল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।