ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত ইউসুফ মোল্লা টিপু
Published : Wednesday, 16 June, 2021 at 12:00 AM, Update: 16.06.2021 1:19:52 AM
স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত ইউসুফ মোল্লা টিপুনিজস্ব প্রতিবেদক: মহামারী করোনায় কারও মৃত্যু হলে নিজ খরচে দাফন সম্পন্ন করা সামাজিক সংগঠন ‘বিবেক’ এর প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সস্ত্রীক ও তাদের দুই মেয়েসহ পরিবারের চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন  ‘বিবেক’ কুমিল্লার প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু নিজেই।
তিনি জানান, গত সোমবার (১৪ জুন) কুমিল্লা সিটি কর্পোরেশনে নিয়োজিত চিকিৎসক বাসায় এসে তার স্ত্রী’র নমুনা সংগ্রহ করে। একদিন পর মঙ্গলবার (১৫ জুন) সকালে কুমিল্লা মডার্ণ হাসপাতালে ইউসুফ মোল্লা টিপু ও দুই মেয়ে একই সঙ্গে নমুনা প্রদান করেন। এরপর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় প্রকাশ হওয়া রিপোর্টে করোনা পজেটিভ আসে সস্ত্রীক এবং ১৪ ও ৮ বছরের দুই মেয়েসহ পরিবারের চার সদস্যের।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি বাসায় আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনা মুক্তি লাভের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, ‘বিবেক’ কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন ও জানাজার জন্য প্রস্তুত রয়েছে ১১ সদস্যের এ দল। এজন্য দলটি পিকআপ ভ্যান, খাটিয়া, জানাজার জন্য ইমাম প্রস্তুত রেখেছে। দাফন-কাফন-পরবর্তী দলটির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য নগরীর কান্দিরপাড়ে স্কাইভিশন নামে একটি আবাসিক হোটেলও তারা ঠিক করেছেন। মৃত ব্যক্তির স্বজন ও জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাদের এ কার্যক্রম চলবে।
আরও জানা যায়, গত বছরের ১৮ মে থেকে ‘বিবেক’ কুমিল্লা এই পর্যন্ত ১৬০ জন করোনা আক্রান্ত হয়ে ব্যক্তিকে দাফন করা হয়েছে।