ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আর ৪ গোল করলেই পেলেকে ছাড়িয়ে যাবেন ভারতের সুনিল ছেত্রী
Published : Wednesday, 16 June, 2021 at 12:29 PM

আর ৪ গোল করলেই পেলেকে ছাড়িয়ে যাবেন ভারতের সুনিল ছেত্রীগ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করে এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ভারত। পরের ধাপে যাওয়ার জন্য ভারতের মাত্র ১ পয়েন্টের প্রয়োজন ছিল। মঙ্গলবার দোহার জাসিম বিন হামিদ স্টেডিয়াম থেকে কাঙ্খিত পয়েন্টটি তুলে আনলেন সুনীল ছেত্রীরা।

ম্যাচের ৭৫তম মিনিটে ভারতকে এগিয়ে দেন আফগানিস্তানের গোলরক্ষক ওভাইস আজিজি। বাঁ-দিক থেকে আশিক কুরুনিয়ানের ভাসানো ক্রস রিসিভ করতে গিয়ে হাত ফসকে যায় আফগান গোলকিপারের। এরপর তিনি দুই পায়ের ফাঁক দিয়েই বল নিজেদের গোলেই ঢুকিয়ে দেন। ৮২তম মিনিটে হোসেইন জামানি দুরন্ত গোলে সমতায় ফেরান আফগানদের। বাংলাদেশের বিপক্ষে জোড়া গোল করা ভারত অধিনায়ক সুনিল ছেত্রী এ ম্যাচে গোল না পেলেও বাছাই পর্ব শেষে ভারতের হয়ে তার গোল সংখ্যা ৭৪।

ছেত্রী এরই মধ্যে আন্তর্জাতিক গোল-সংখ্যায় আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে টপকে গেছেন। আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা ৭৩টি। তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি পেলে ব্রাজিলের জার্সি গায়ে করেছিলেন ৭৭ গোল। আর মাত্র ৪টি গোল করতে পারলে ছেত্রী ছাড়িয়ে যাবেন পেলেকেও।