ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সহজ জয়ে সবার আগে সুপার লিগে তামিমরা
Published : Wednesday, 16 June, 2021 at 1:42 PM
 সহজ জয়ে সবার আগে সুপার লিগে তামিমরা
 সহজ জয়ে সবার আগে সুপার লিগে তামিমরা
দেখতে দেখতে প্রায় শেষের পথে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট। বুধবার চলছে দশম রাউন্ডের খেলা। যেখানে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সহজ জয়ে সবার আগে সুপার লিগ তথা সেরা ছয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তামিম ইকবাল, এনামুল হক বিজয়দের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দফা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ইনিংসপ্রতি ১২ ওভার করে। যেখানে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান করে ব্রাদার্স ইউনিয়ন।

কিন্তু বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২ ওভারে ৮৪ রানের। যা তাড়া করতে ১১.৪ ওভার খেলেছে প্রাইম ব্যাংক। ম্যাচ জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

রান তাড়া করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এছাড়া মোহাম্মদ মিঠুন ২৮ ও এনামুল হক বিজয় ১৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

ব্রাদার্সের পক্ষে ব্যাট হাতে ২৮ বলে ২৪ রান করেন জুনায়েদ সিদ্দিকী। এছাড়া মাইশুকুর রহমান ১২ বলে ১৫ ও আলাউদ্দিন বাবু ৫ বলে ১৪ রান করলে ৭৪ রানের সংগ্রহ প্রায় তারা।

ম্যাচ হারলেও ব্যাট হাতে ঝড়ো ১৪ ও বল হাতে ৩ উইকেট নেয়ায় ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আলাউদ্দিন বাবু।

এ জয়ের ফলে দশ রাউন্ড শেষে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত রাখল প্রাইম ব্যাংক। পাশাপাশি পৌঁছে গেছে সুপার লিগেও। প্রাইম ব্যাংকের জয়ের সুবাদে ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে প্রাইম দোলেশ্বরেরও।