মাঠে
‘অক্রিকেটীয়’ আচরণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা গুনতে
হয়েছে সাকিব আল হাসানকে। আগামীকাল (বৃহস্পতিবার) নিষেধাজ্ঞা শেষ হচ্ছে তার।
এই অলরাউন্ডারকে ছাড়াই মোহামেডান ইতিমধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলে ফেলেছে,
তবে দলটির পরের ম্যাচে সাকিবকে মাঠে দেখা যেতে পারে।
বৃহস্পতিবার লিগ
পর্বের শেষ ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের
মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন দলটির নিয়মিত
অধিনায়ক সাকিব। মোহামেডান সূত্রে জানা গেছে বিষয়টি।
নিষেধাজ্ঞার কারণে
বিসিবির জৈব সুরা বলয়ের বাইরে ছিলেন সাকিব। গত ১২ জুন বিজ্ঞাপনের শুটিংয়ে
দিনভর ব্যস্ত ছিলেন তিনি। খেলতে হলে করোনা পরীায় নেগেটিভ হয়ে তাকে আবার জৈব
সুরা বলয়ে ঢুকতে হবে। করোনা পরীা করাতেই বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে
(বিসিবি) এসেছিলেন সাকিব। ফল নেগেটিভ হলে আজই (বুধবার) জৈব সুরা বলয়ে
ঢুকবেন তিনি।
করোনা পরীার নমুনা দেওয়া ছাড়াও এদিন দীর্ঘণ বিসিবিতে ছিলেন
অভিজ্ঞ এই ক্রিকেটার। জানা গেছে, কেন্দ্রীয় চুক্তি সংক্রান্ত ব্যাপারে
আলোচনাও সাকিবের বিসিবিতে যাওয়ার অন্যতম কারণ।
একদিন আগে বোর্ড সভাপতি
নাজমুল হাসান বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারটা এখনও ফাইনাল হয়নি। কোনও
ক্রিকেটারের সঙ্গে কথা বলা হয়নি, কে কোন ক্রিকেটে আগ্রহী। আমাদের ফরম্যাটও
করা হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে তো জানতে হবে। কেউ যদি টেস্ট খেলতে না
চায়, তাহলে তো জানতে হবে। তাই তাদের সঙ্গে আগে কথা বলে দেখতে হবে।’