ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Published : Thursday, 17 June, 2021 at 12:00 AM, Update: 17.06.2021 1:04:08 AM
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনমাসুদ আলম।।
কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলী ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নগরীর বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ১৮টি কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দন এ ভবন নির্মাণে ব্যয় হবে ৪ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকা। এতে থাকবে আধুনিক সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্ন টয়লেটসহ স্যানিটেশন ব্যবস্থা। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ক্লাস করতে পারবে এবং পাঠে মনোযোগী হবে।