ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লেখা হলো আসিফ আকবরের জীবনী
Published : Friday, 18 June, 2021 at 6:20 PM
লেখা হলো আসিফ আকবরের জীবনীশৈশব থেকে এ পর্যন্ত আসিফ আকবরের জীবনে রোমাঞ্চকর গল্পের শেষ নেই। সেই গল্পগুলো এবার বিস্তারিত উঠে আসবে এক মলাটে, বাংলা অক্ষরে। কণ্ঠশিল্পী হিসেবে আসিফের উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব কিংবা হাজতবাস- এর সবটুকুই থাকবে এই জীবনী গ্রন্থে। এটি লিখেছেন সোহেল অটল।

অটল বলেন, ‘গল্প লেখক হিসেবে শিল্পী আসিফ আকবরের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চকর বিষয়াদি রয়েছে। যা একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে। অন্যদিকে শিল্পী আসিফ আকবর সমাজের আলোচিত মানুষ। তার জীবনের না-বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। সত্যি বলতে এ জীবনী গ্রন্থে এমন কিছু থাকছে যা অনেককেই চমকে দিতে পারে।’

আসিফ বলেন, ‘নানান সময়ে পত্র-পত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সব সময় সব কথা বলতেও পারিনি। বলা যায়ও না। এবার মনে হলো- জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার।’

এর আগে অনেকটা জীবনী গ্রন্থের মতোই আরেকটি বই প্রকাশ হয়েছে আসিফ আকবরের। সেটির নাম ছিলো ‘পোটকরা টু ম্যানহাটন’। তবে সেটি সাজানো হয়েছিল এই শিল্পীর ফেসবুক স্ট্যটাসকে কেন্দ্র করে।