অ্যাম্বুলেন্সের ভেতরে ৪০ কেজি গাঁজা
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
লালমনিরহাটের আদিতমারীতে অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সের চালক সাইদুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।
আটককৃত সাইদুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ জুন) রাতে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কের আদিতমারী থানা সংলগ্ন এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
শুক্রবার (১৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ওই চালককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) গুলফামুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে রোগী পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সে করে মাদক কারবারিরা মহিপুর হয়ে বগুড়ার উদ্দেশে ৪০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আদিতমারী থানা সংলগ্ন এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে।