কুমিল্লায় সাইন্স টিচার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। শুক্রবার সকালে কুমিল্লার বাদুড় তলায় একটি চাইনিজ রেস্তোরাঁয় সাইন্স টিচার্স অ্যাসোসিয়েশন কুমিল্লা' র "বার্ষিক সাধারণ সভা-২০২১" অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন সরন। সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী মেয়াদের (২০২১-২০২৩) জন্য পূর্বের কমিটিকে নির্বাচিত করা হয়েছে।
সভাপতিঃ মোঃ খোরশেদ আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, আলেকজান মেমোরিয়াল কলেজ, দুর্গাপুর, কুমিল্লা সদর, সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ আবুল হোসেন সরণ, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ, বুড়িচং, কুমিল্লা, অর্থ- সম্পাদকঃ মোঃ ওয়াহিদুজ্জামান দুলাল, প্রভাষক উচ্চতর গণিত, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ,বাগমারা,সদর দক্ষিণ, নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমেঃ মোহাম্মদ মমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক রসায়ন, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ মোঃ ইকবাল হোসেন, প্রভাষক রসায়ন, শহীদ জিয়াউর রহমান কলেজ,মহিচাইল,চান্দিনা, মোঃ বেলায়েত হোসেন খন্দকার, প্রভাষক রসায়ন, আব্দুল গফুর ভূইয়া কলেজ, নাংগলকোট, জসীম উদ্দিন, প্রভাষক উচ্চতর গণিত, খোশবাস স্কুল এন্ড কলেজ, বরুড়া প্রমুখ।