ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার দাউদকান্দিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ প্রদান
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM, Update: 19.06.2021 1:26:03 AM
কুমিল্লার দাউদকান্দিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ প্রদানস্টাফ রিপোর্টার ঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) বৈশি^ক মহামারী দূর্যোগে কুমিল্লার দাউদকান্দিতে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল ১৮ জুন শুক্রবার দাউদকান্দি উপজেলার গলিয়ারচর ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং হেফ্জখানা মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিঃ গৌরিপুর শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক গৌরিপুর শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া ট্রাস্ট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। করোনা ভাইরাস (কোভিড-১৯) বৈশি^ক মহামারী দূর্যোগে কুমিল্লার দাউদকান্দিতে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন যমুনা ব্যাংক ব্যাংকিং সেবায় মানুষের আস্থা অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও মহামারী কালীন কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে যে সহযোগিতার হাত বাড়িয়েছেন তা নিঃসন্দেহে প্রসংশার দাবীদার।