ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অজ্ঞান পার্টির সদস্যসহ ৩ জন গ্রেফতার
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM, Update: 19.06.2021 1:26:09 AM
ব্রাহ্মণপাড়ায় অজ্ঞান পার্টির সদস্যসহ ৩ জন গ্রেফতারইসমাইল নয়ন ।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ১৮ জুন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী ও ওয়ারেন্টভূক্ত আসামী সহ এক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। জানাগেছে ব্রাহ্মণপাড়া থানার এস আই জীবন কৃষ্ণ মজুমদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে মোঃ রুবেল আহাম্মদকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে। সে তিন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। একই দিন ব্রাহ্মণপাড়া থানার এ এস আই কৃষ্ণ সরকার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের আবদুর রহমানের ছেলে মোঃ সাবের আহাম্মদকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। সে ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী। অপর দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দধিখলা গ্রামের মৃত আমজাদ হোসেনের স্ত্রী ১৭ জুন দুপুরে তার মেয়ের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার কুটি গ্রাম থেকে তার নিজ বাড়ীতে আসছিল। আসার পথে বাড়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রাহ্মণপাড়া টু মিরপুর সড়কে আসার পর সি এন জি অটোরিক্সা গতিরোধ করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনাগর উপজেলার নবীনগর পূর্বপাড়ার মৃত বজলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫২) ও একই জেলার বিজয় নগর উপজেলার শ্রীপুর (আব্বাসের বাড়ীর) ইদন মিয়ার স্ত্রী মালা বেগম (৪৫) সিএনজি অটোরিক্সায় যাত্রী হিসেবে উঠে।অটোরিক্সায় কথার ছলে নূরজাহান বেগম (৬০)কে পানের সাথে নেশা জাতীয় খাওয়াইয়া অজ্ঞান করে। তার সাথে থাকা নগদ টাকা স্বর্ণ অলংকার নিয়ে নূরজাহানকে সিএনজি থেকে রাস্তায় ফেলে দেয়।সে সময় স্থানীয় লোকজন সিএনজি কে গতিরোধ করে শফিকুল ইসলামকে আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়। ব্রাহ্মণপাড়া থানার এস আই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনার স্থলে পৌছে শফিকুল ইসলামকে গ্রেফতার করে। এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের মোঃআবু তাহেরের ছেলে নূরজাহানের নাতি বাদী হয়ে ২ জনকে আসামী করে মামলা করে।এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে।