গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। এছাড়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের।
শনিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা.সিদ্দীকুর রহমান।
জানা যায়, জেলা সদরসহ উপজেলা পর্যায়ে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনা কমিটি নানা উদ্যোগ গ্রহণ করলেও করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং অবনতি হচ্ছে।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা.সিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয়জনের।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪০৭ জন ও মারা গেছেন ১৯৯ জন।
এদিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। কিন্তু চাহিদা অনুযায়ী শয্যা না থাকায় ভর্তি নিতে পারছেন না কর্তৃপক্ষ। এ হাসপাতালে আইসিইউয়ে ১৬ শয্যা থাকলেও সচল রয়েছে ১৪টি।