ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খুন করেই ভারতে পালাতো রেজাউল
Published : Sunday, 20 June, 2021 at 12:00 AM, Update: 20.06.2021 2:17:22 AM
খুন করেই ভারতে পালাতো রেজাউলনিজস্ব প্রতিবেদক: হত্যা-ডাকাতি-অস্ত্রবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় ‘ত্রাসের রাজত্ব’ তৈরি করা কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী রেজাউল গোপনে পাড়ি জমাতেন ভারতে। সেখানে অবৈধভাবে অবস্থান নিয়েও নিয়ন্ত্রণ করতেন এলাকার ‘অপরাধ জগত’। মাঝে মাঝে  গোপনে সীমান্ত টপকে দেশে ‘অপারেশন’ শেষে ফের পালিয়ে যেতেন ভারতে। যার ফলে অসংখ্য অপরাধে মূল হোতা হলেও তাকে গ্রেফতার কারতে পারছিলো না আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়েছেন সন্ত্রাসী রেজাউল। শুক্রবার দিবাগত মধ্যরাতে দেশে প্রবেশের সময় কুমিল্লার সীমান্তবর্তী কেরানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।
রেজাউলের বিরুদ্ধে মামলা আছে ৩০ টি। জানা গেছে, এর মধ্যে হত্যা মামলা আছে ডজন খানেক। অস্ত্র আইনে মামলা অন্তত ৪টি, ডাকাতির মামলা অন্তত ২টিসহ নানান অপরাধে জড়িত এই সন্ত্রাসী কি করে থাকতেন আইনশৃঙ্খলাবাহিনীর ধরা ছোঁয়ার বাইরে? এমন প্রশ্ন কুমিল্লার সাধারণ মানুষের। গত শুক্রবার গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে রেজাউল ধরা পরে বিজিবির হাতে।
প্রাথমিক দৃষ্টিতে অনুপ্রবেশকারীর মনে করে তাকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদে মিললো ভয়ংকর পরিচয়। সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রেজাউল করিম কুমিল্লায় চাঞ্চল্যকর সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামী। দেলোয়ার হত্যার পর থেকেই সে উধাও! বিজিবির হাতে আটকের পর জানা গেলো- ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশে এসে খুন, রাহাজানি, ধর্ষনের মত অপরাধ করে আবার ভারতেই আত্মগোপন করতো কুমিল্লার এই শীর্ষ সন্ত্রাসী। ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রেজাউন রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গভীর রাতে ১০ বিজিবি’র অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের সীমান্তের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানী গর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় রেজাউলের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১টি ৩২ বোর রিভলভার, ম্যাগাজিনসহ ৪টি গুলি, ১৬ পিস ইয়াবা, এক প্যাকেট নতুন ধরনের ভারতীয় ‘কৌটা মাদক’, ভারতীয় ৩টি পরিচয়পত্র, ভারতীয় ইউসিবি ব্যাংকের ডেবিট কার্ড ২টি, ভারতীয় বিভিন্ন প্রকার ৭টি কার্ড, বাংলাদেশী নগদ টাকা ৭৮৫ টাকা এবং কাতারের ১০ দিরহাম উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে অভিযানের সময় বিষয়টি টের পেয়ে সে পুনরায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এবার আর পালাতে পারেনি।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শনিবার বিকেলে রেজাউলকে থানায় সোপর্দ করেছে বিজিবি। কুমিল্লা কোতয়ালী থানায় রেজাউল করিমের বিরুদ্ধে বিজিবির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দেলোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইএর মোঃ মতিউর রহমান জানান, দেলোয়ার হত্যাকান্ডে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। আদালতে রিমান্ড আবেদন মঞ্জুর করা হলে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরো অনেক তথ্য পাওয়া যাবে।