ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাইসিকে নিয়ে গভীর উদ্বেগে ইসরায়েল
Published : Sunday, 20 June, 2021 at 12:42 PM
রাইসিকে নিয়ে গভীর উদ্বেগে ইসরায়েলইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে (৬০) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেছেন, ‘ইরানের সবচেয়ে উগ্রপন্থী প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রাইসি। ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির পরমাণু কর্মসূচি জোরদার করবেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগ থাকা উচিত।’ খবর বিবিসির।  

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। দেশটিতে গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে গণনা করা ব্যালটের মধ্যে রাইসির পক্ষে ৬২ শতাংশ ভোট পড়ে বলে জানায় ইরানের নির্বাচন কমিশন। এরপর পরাজয় মেনে নেন ইব্রাহিম রাইসির তিন প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মোহসেন রেজাই, আমির হোসেন কাজিজাদ্দেহ হাসেমি ও মধ্যপন্থী আবদুল নাসের হেমাতি।

রাইসি আগামী আগস্টে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।