পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে থ্রি-হুইলারের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
শনিবার দিবাগত রাতে উপজেলার তিরনইহাট এলাকার রণচণ্ডী এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শাহিন হোসেন (৩১), উপজেলার দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে এবং জাকির হোসেন (২৭), একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার আব্বাস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দিবাগত রাতে উপজেলার তিরনইহাট এলাকার রণচণ্ডী এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় থ্রি-হুইলারটি। এ সময় থ্রি-হুইলারের চালকসহ চার যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে শাহিন ও সেখানে চিকিৎসাধীন জাকিরও মারা যান।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।