Published : Monday, 21 June, 2021 at 12:00 AM, Update: 21.06.2021 1:15:52 AM
জহির শান্ত ||
কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন
করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন। ২৪ জুন মনোনয়ন
প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর
সিদ্ধান্ত জানালেন তিনি। রবিবার (২০ জুন) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক
কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের
কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন জাপার প্রার্থী জসিম উদ্দিন।
ফলে এ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী
এডভোকেট আবুল হাসেম খান। এ আসন থেকে তারা দু’জনই দুই দলের মনোনীত প্রার্থী
হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
যদিও তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন
থেকে এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। পরে সন্ধ্যায় কুমিল্লার
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত
করে বলেছেন, জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন প্রার্থীতা প্রত্যাহারের
আবেদন করেছেন। তার আবেদনটি আমরা পেয়েছি। ২৪ জুন বিষয়টি আনুষ্ঠানিকভাবে
জানানো হবে।
জানা গেছে, রবিবার বিকেলে দলীয় কয়েকজন নেতা-কর্মী নিয়ে
আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসেম খান এবং জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম
উদ্দিন জেলা প্রশাসক কার্যালয়ে আসেন। পরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা
প্রশাসকের কক্ষে প্রবেশ করে সকলের উপস্থিতিতে প্রার্থীতা প্রত্যাহারের
আবেদন জমা দেন জসিম উদ্দিন। এসময় বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক
এডভোকেট রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
দিদার মো. নিজামুল ইসলামসহ আওয়ামী লীগের ৬/৭ নেতা উপস্থিত ছিলেন। তবে জাপার
প্রার্থী জসিম উদ্দিন একাই আসেন সেখানে। এরপর জেলা প্রশাসকের কক্ষ থেকে
বের হয়ে উপস্থিত নেতা-কর্মীদের সাথে ছবি তুলে সেখান থেকে আলাদা দুটি গাড়িতে
করে বের হয়ে যান দুই প্রার্থী।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে
জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না। ২৪ তারিখ
আনুষ্ঠানিকভাবে সব বলবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসেম খান সাহেব
ভালো মানুষ। এই করোনা পরিস্থিতে নির্বাচনের মাঠের অবস্থাও ‘তেমন ভালো না’।
তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
গত ১৪ এপ্রিল করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা-৫ আসনের এমপি ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট
আবদুল মতিন খসরু। মৃত্যুর এক সপ্তাহ পর ২২ এপ্রিল তার আসনটি শূন্য ঘোষণা
করা হয়। এরপর ২ জুন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিনে এ আসনে মাত্র দুজন প্রার্থী
মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি
অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জেপি)
আহ্বায়ক জসিম উদ্দিন। ১৭ জুন সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয় শেষে উভয়ের
প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। রোববার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় পার্টির
প্রার্থী জসিম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন।