ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা প্রতিরোধে কাউন্সিলরদের সম্পৃক্ততা বাড়ানো হবে কুমিল্লায়
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা-
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM, Update: 21.06.2021 1:15:07 AM

করোনা প্রতিরোধে কাউন্সিলরদের সম্পৃক্ততা বাড়ানো হবে কুমিল্লায়তানভীর দিপু:
কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলোতে করোনার সংক্রমণ বেশি সেসব ওয়ার্ডে কাউন্সিলরদের পর্যবেক্ষণ ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। গতকাল রবিবার সকালে ভার্চুয়্যালি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, কুমিল্লা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সকল অফিসে নো মাস্ক নো সার্ভিস বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট পরিচালনা, ইমামদের মাধ্যমে মসজিদে মাস্ক ব্যবহার সচেতনতা বৃদ্ধি, তথ্য কর্মকর্তার মাধ্য জেলার বিভিন্ন জায়গায় মাইকিং ও টীকা প্রদান কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়্যালি সভায় জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন মীর মোবারক হোসাইনসহ অন্যান্যরা অংশগ্রহন করেন।  
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের যে চিত্র তুলে ধরা হয় তাতে জানানো হয়েছে, গত ১৫ এপ্রিল থেকে ১৭ জুন পর্যন্ত সিটি এলাকায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩১ জন। এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৩৫ জন। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ৩,৪,৬,৮,১০,১১,১৩,১৮ ও ২১ নং ওয়ার্ডকে লালকালি চিহ্নিত করা হয়েছে। এসব ওয়ার্ডে করোনা সংক্রমণ শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেশি।    
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, সিটিতে ওয়ার্ড ভিত্তিক সংক্রমণ পর্যালোচনা করে কাউন্সিলরদের কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি বেশি সংক্রমিত হওয়া ওয়ার্ডগুলোতে কাউন্সিলররা আরো বেশি সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করবেন। সিটি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে বড় পরিসরে একটি সভার কথা আমরা ভাবছি। এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধির বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেয়ার জন্য জেলাপ্রশাসন ও পুলিশ সিদ্ধান্ত নিয়েছেন।  
জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়্যালি সভায় জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন মীর মোবারক হোসাইনসহ অন্যান্যরা অংশগ্রহন করেন।