ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি গোমতী নৌপথ চাঁদাবাজ মুক্ত হবে-এএসপি
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM, Update: 21.06.2021 1:14:34 AM
দাউদকান্দি গোমতী নৌপথ চাঁদাবাজ মুক্ত হবে-এএসপিআলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউকান্দি সার্কেল) মো: জুয়েল রানা বলেছেন, দাউদকান্দির গোমতী নদীকে এক সপ্তাহের মধ্যে চাঁদাবাজী মুক্ত করে নিরাপদ নৌপথ করা হবে।
অভিযোগ রয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী নদীতে বালু বোঝাই ব্লাকহেড থেকে জাহাজ প্রতি ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করা হয়।
নদীপথে চলাচলের সময় মাঝনদীতে পথরোধ করে ভয় ভীতি দেখিয়ে এই চাঁদার টাকা তুলতো একটি সিন্ডিকেট।
গজারিয়ার চরচাষী থেকে দাউদকান্দির নুরপুর, গৌরীপুর হয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দি পর্যন্ত চাঁদাবাজির এই ক্ষেত্র বিস্তৃত।
চাঁদাবাজি বন্ধের দাবিতে রোববার দুপুরে দাউদকান্দি উপজেলা ও গজারিয়া উপজেলা ভলগেট জাহাজ মালিক সমিতি সংগঠনের নেতা ও সদস্যরা গোমতী ব্রীজ সংলগ্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেন।
এসব চাঁদাবাজীর সাথে তিতাসের জিয়ারকান্দি, গজারিয়ার চরচাষী ও দাউদকান্দির বিভিন্ন শ্রেনীর লোকজন জড়িত বলে ধর্মঘটে আসা শ্রমিক-মালিক পক্ষ অভিযোগ করে।
উক্ত সমাবেশে দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জুয়েল রানা এসে চাঁদাবাজী বন্ধে জাহাজ মালিকদের সাথে একাত্বতা প্রকাশ করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে নিরাপদ নৌপথ প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষনা দেন।
এসময় চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, নদীপথে পুলিশের নিয়মিত অভিযান চলার ঘোষনা দেন। সেই সাথে মালিক শ্রমিকদেরও চাঁদাবাজী বন্ধে করনীয় সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।