ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাইফ সাপোর্টের সুবিধা নিয়ে কুমিল্লায় চালু হলো মনিপাল এএফসি হসপিটাল
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM, Update: 21.06.2021 1:14:09 AM
লাইফ সাপোর্টের সুবিধা নিয়ে কুমিল্লায় চালু হলো মনিপাল এএফসি হসপিটালবশিরুল ইসলাম: কুমিল্লার আলেখারচরে লাইফ সাপোর্টের সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে চালু হলো মনিপাল এএফসি হসপিটাল। গতকাল রবিবার ২০ জুন ৯ শয্যার এ হাসপাতালটির উদ্বোধন করা হয়। এসময় কুমিল্লা শহরের বিশেষজ্ঞ ডাক্তারগণ, হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. সাঈদ আহমেদ, এএফসি হেলথ লিমিটেডের জিএম অপারেশন্স মো: তৌফিক হাসান, আইসিইউ ইনচার্জ ডাঃ রাসেল আহমেদ চৌধুরী এবং হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাঃ রাসেল আহমেদ চৌধুরী বলেন, কুমিল্লাবাসীর সেবায় আমরা প্রস্তুত দিনের ২৪ঘন্টা এবং সপ্তাহের ৭দিন। আমাদের আইসিইউতে একজন রোগী ভর্তি আছে। আশা করছি  তিনি খুব শিঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরবেন। এখানে পূর্ণাঙ্গ সেবা দেওয়ার জন্য ডাক্তার, নার্স, টেকনিশিয়া ও স্বাস্থ্য সেবা কর্মীদের নিবেদিত একটি টিম প্রস্তুত রয়েছে।
মনিপাল এএফসি হাসপাতালের স্বাত্বাধীকারী এএফসি হেলথের ম্যানেজিং ডিরেক্টর জুয়ের খান জানান, কুমিল্লার মানুষের জন্য আমাদের মেডিকেল আইসিইউ বিশেষ ভূমিকা রাখবে। এখন থেকে মুমূহর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা যেতে হবেনা।