Published : Monday, 21 June, 2021 at 12:00 AM, Update: 21.06.2021 1:15:12 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় একদিনে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের
মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১২ জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে
মারা গেছেন ৫৫ বছরের এক পুরুষ। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার
বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে জেলায় এখন পর্যন্ত ১৩ হাজার ৩০৬ জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪৫৬ জন। আক্রান্তদের
মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ২৩৫ জন।
তথ্যগুলো নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।
রবিবার
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২৪৬
করোনা রিপোর্টের মধ্যে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১২জন, আদর্শ সদর, ব্রাণপাড়া, দেবিদ্বার,
দাউদকান্দি, লালমাই, নাঙ্গলকোট ও মেঘনা একজন করে, বুড়িচং ও মনোহরগঞ্জে
দুইজন এবং বরুড়ায় তিনজন।
আরও জানা যায়, রবিবার কুমিল্লা জেলায় করোনা
আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা সিটি
কর্পোরেশন এলাকায় ৩২জন এবং চান্দিনা উপজেলায় ৮জন।