Published : Monday, 21 June, 2021 at 12:00 AM, Update: 21.06.2021 1:15:21 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিমসহ তার দুই
সহযোগী শাহীন ও জাহাঙ্গীরের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের
আবেদন করলে বিজ্ঞর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান ২ দিন করে
রিমান্ড মঞ্জুর করে। পরে রেজাউল ও তার দুই সহযোগীকে কারাগারে পাঠানো হয়।
কুমিল্লা
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হত্যা মামলাসহ ৩০ মামলার
আসামী রেজাউলকে শুক্রবার দিবাগত রাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক
করে বিজিবি সদস্যরা। পরে শনিবার বিকেলে তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায়
হস্তান্তরের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরো দু’টি মামলা করে
বিজিবি।
রেজাউল ও তার সহযোগীদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর এবং
কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার
তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর।
এদিকে দেলোয়ার হত্যা মামলার তদন্ত
কর্মকর্তা পিবিআইএর কর্মকর্তা মতিউর রহমান জানান, দেলোয়ার হত্যা মামলায়
গ্রেপ্তার দেখানোর জন্যও আদালতের কাছে আবেদন করা হবে। এই মামলায়ও তার
রিমান্ড চাওয়া হতে পারে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার
গভীর রাতে ১০ বিজিবি’র অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের একটি বিশেষ টহলদল গোপন
সংবাদের সীমান্তের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানী নগর এলাকায় অভিযান
চালিয়ে তাকে আটক করে। এসময় রেজাউলের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১টি
৩২ বোর রিভলভার, ম্যাগাজিনসহ ৪টি গুলি, ১৬ পিস ইয়াবা, এক প্যাকেট নতুন
ধরনের ভারতীয় ‘কৌটা মাদক’, ভারতীয় ৩টি পরিচয়পত্র, ভারতীয় ইউসিবি ব্যাংকের
ডেবিট কার্ড ২টি, ভারতীয় বিভিন্ন প্রকার ৭টি কার্ড, বাংলাদেশী নগদ টাকা ৭৮৫
টাকা এবং কাতারের ১০ দিরহাম উদ্ধার করা হয়। সন্ত্রাসী রেজাউল করিম
অবৈধভাবে ভারতে অবস্থান করে গোপনে বাংলাদেশে এসে হত্যা, রাহাজানি এবং
ধর্ষনের মতো নানাবিধ অপকর্মে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক হত্যা
মামলাসহ অন্যান্য প্রায় ৩০টি মামলা চলমান রয়েছে। শুক্রবার গভীর রাতে
অভিযানের সময় বিষয়টি টের পেয়ে সে পুনরায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তবে এবার আর পালাতে পারেনি।