ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শুভেন্দু অধিকারীকে আবারও জরুরি তলব বিজেপির
Published : Monday, 21 June, 2021 at 6:36 PM
শুভেন্দু অধিকারীকে আবারও জরুরি তলব বিজেপিরভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে ১০ দিনের ভেতরে দ্বিতীয়বারের মতো আবারও জরুরি তলব করেছে বিজেপি। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাকে তলব করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের। 

খবরে বলা হয়, এখন শুভেন্দু অধিকারী সামনে থেকে বঙ্গ বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন। তিনিই দলবল নিয়ে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছিলেন।

রাজ্যপাল জগদীপ ধনখড় নয়াদিল্লি সফর সেরে ফিরতেই ডাক পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হঠাৎ এই তলবে চিন্তিত শুভেন্দু অধিকারীও। কারণ তার নামে ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের হয়েছে রাজ্যের থানায়। তার ওপর দলে ভাঙন শুরু হয়েছে। যা তিনি ঠেকাতে পারছেন না। এমনকি দলের নেতাদের ফোন না ধরায় নালিশ জমা পড়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে। 

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, আজ সোমবার রাতেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাকে তলব করেছেন। মঙ্গলবার নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু। মাত্র ১০ দিনের মধ্যে রাজ্য বিজেপির এই নেতাকে দ্বিতীয়বার দিল্লিতে তলব নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাকে কি বিরোধী দলীয় নেতার পদ থেকে সরিয়ে দেয়া হবে? 

তার নেতৃত্ব নিয়ে বিজেপির অভ্যন্তরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। যার ফলে দলে ভাঙনও ধরেছে। এ থেকে উত্তোরণে বিজেপি কি শুভেন্দুকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে কিনা তা নিয়েও পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন। কারণ, তৃণমূলে যোগ দেয়া উত্তরবঙ্গ বিজেপির প্রভাবশালী নেতা গঙ্গাপ্রসাদ শর্মা সরাসরিই বলেছেন, ‘‌বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা যিনি চিফ হুইপ হয়েছেন তিনি বিরোধী দলনেতা হওয়ার যোগ্য।’‌ অর্থাৎ শুভেন্দু অধিকারী এই পদের যোগ্য নয় বলেই কার্যত বুঝিয়ে দিলেন তিনি। 

এদিকে ৪ দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফেরার পর তার সঙ্গে রোববার বিকালে রাজভবনে তার সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আর সোমবারই রাতে যেতে হচ্ছে দিল্লিতে। সব মিলিয়ে আরও জল্পনা শুরু হয়েছে। আবার রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।