ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৩টন গাঁজা উদ্ধার
বশিরুল ইসলাম
Published : Monday, 21 June, 2021 at 12:53 PM
কুমিল্লায় ৩টন গাঁজা উদ্ধারকুমিল্লায় ৩হাজার কেজি (৩টন) মাদক উদ্ধার করা হয়েছে। গত সাড়ে ৫মাসে কুমিল্লা জেলা পুলিশ এসব মাদক উদ্ধার করে। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার আজ সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এসব মাদকের সাথে ১হাজার ৬শ ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মধ্যে গাঁজা ৩হাজার ২৬ কেজি, ইয়াবা ১লাখ ১৫হাজার ৪শ ১২পিস, ফেন্সিডিল ৮হাজার ৫শ ২৫ বোতল, দেশীয় মদ ৩শ ৯৬লিটার, হুইস্কি ২শ ৩২ বোতল, বিয়ার ৪শ ২৪ বোতল, বিদেশী মদ ৩শ ৩৫ বোতল ও ইস্কাফ ২হাজার ১শ ১০ বোতল।উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৮ কোটি ৭২ লাখ ৮৫হাজার ১শ টাকা। এসব মাদকের মধ্যে শুধু মাত্র গাঁজার মূল্য ৪ কোটি ৫৩লাখ, ৯০হাজার টাকা। ইয়াবা ৩ কোটি ৪৬লাখ ২৩হাজার ৬শ টাকা।ফেন্সিডিল ৪২লাখ ৬২হাজার ৫শ টাকা ও অন্যান্য মাদকের  মূল্য ৩০লাখ ৯হাজার টাকা।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমবার সাংবাদিকদের জানান, কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এরই অংশ হিসেবে আমরা চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩হাজার কেজি গাঁজা, ১লাখেরও অধিক ইয়াবা ও  অন্যান্য মাদক উদ্ধার করেছি।
গাঁজার সাথে ৭শ ৮৮জন ও ইয়াবার সাথে ৫শ ৫৬জনসহ মোট ১২শ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের মূল্য প্রায় ৯ কোটি টাকা।
তিনি আরো জানান, মাদকের যারা গডফাদার তদন্তের পর তাদেরকেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
কুমিল্লায় সীমান্ত এলাকা হওয়ায় আদর্শ সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এসব উপজেলায় মাদকের প্রভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।