ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
মাসুদ আলম
Published : Monday, 21 June, 2021 at 7:03 PM
মুরাদনগরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ‘মারকাযুল সুন্নাহ মাদ্রাসা’র ৫ তলা ভবন থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ফয়সাল (১২) ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মৃতঃ ফজল মাস্টারের ছেলে।
সূত্রে জানাযায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় পাঁচতলা ভবনের মাদ্রাসার ছাদ থেকে পড়ে পাশে অটো রিকশার এক চালা টিন ছিড়ে নীচে পড়ে যায়। পরবর্তীতে তাকে দোকানের তালা খোলে উদ্ধার করে এবং মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।  
প্রত্যক্ষদর্শী মাদ্রাসার শিক্ষক মামুন মিয়া বলেন, আছর নামাজের সকল শিক্ষার্থীরা ছাদে খেলতে যায়, তখন আমিসহ আরেকজন শিক্ষক ছিলাম। মাগরিবের আগে খেলা শেষে সবায় যখন নেমে পড়ে তখনই ফয়সাল নীচে লাফিয়ে পড়ে।  
এঘটনায় মাদ্রাসার  প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ আরিফ হাসান বলেন,  ছেলেটি আমার আত্মীয়। সে বাড়ি যাওয়ার জন্য অস্থির ছিল। তাকে আমরা চোখে চোখে রাখতাম। সে যখন লাফিয়ে পরে তখন আমি নীচে একটি দোকানে বসা ছিলাম। শব্দ শুনে জানতে পারি আমার মাদ্রাসার ছাত্র লাফিয়ে পড়ছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
বাঙ্গরা বাজার থানা ওসি কামরুজ্জামান তালুকদার জানায়, পাঁচতলা ভবন থেকে মাদ্রাসা ছাত্র পড়ে নিহতের ঘটনা শুনেছি। এঘটনায়  নিহতের পরিবারের কোন অভিযোগ করেননি। তবে আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।