ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইসমাইল নয়ন
Published : Monday, 21 June, 2021 at 7:55 PM
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে এক  শিশুর মৃত্যুকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জান্নাত আক্তার নামে ১৮ মাসের এক শিশুর বাড়ির পাশে ডোবায় পড়ে মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় এঘটনা ঘটে।জান্নাত আক্তার উপজেলার চান্দলা ইউনিয়নের খামাচাড়া গ্রামের মোঃ জুয়েল মিয়ার মেয়ে।
 মৃতের চাচা ইকবাল হোসেন ও এলাকাবাসী জানান, জান্নাত আক্তার সকালে ঘরের মধ্যে খেলা করছিল। খেলার ছলে কোন এক সময় সবার অজান্তে বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে অনেক খুঁজাখুঁজি  করে। এরইমধ্যে  বাড়ির সামনের ডোবায় তার দেহ ভেসে উঠতে দেখতে পায় এলাকাবাসী। জান্নাত আক্তারকে সে জায়গা থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ জান্নাত আক্তারকে মৃত ঘোষণা করে।
তার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।