আর্জেন্টিনা দলে পরিবর্তন; ফিরছেন আগুয়েরোসহ অনেকে
Published : Tuesday, 22 June, 2021 at 12:00 AM
আর কয়েক ঘণ্টা পর কোপা আমেরিকার তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় শুরু হবে খেলা। গত শনিবার ভোরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে চলতি কোপা আমেরিকায় তারা প্রথম জয় পেয়েছিল। এর আগে চিলির সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ১৪ বারের শিরোপাজয়ীরা। এবার প্যারাগুয়ে ম্যাচ উপলে আর্জেন্টিনা দলে পরিবর্তনের আভাস পাওয়া গেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্যারাগুয়ের বিপে আর্জেন্টিনা প্রথম একাদশে ফিরতে যাচ্ছেন সোর্হিও আগুয়েরো। যিনি প্রথম দুই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। চিলির বিপে শেষ দশ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। আর উরুগুয়ের বিপে পুরোটা সময় বাইরেই থাকতে হয়েছে। মূলত তরুণ স্ট্রাইকার নিকোলাস গনজালেসের চোটের কারণেই আগুয়েরো এই সুযোগটা পাচ্ছেন।
এ ছাড়া আরো পরিবর্তনের আভাস দিয়েছে সংবাদমাধ্যমটি। বাঁ পায়ের গোড়ালির চোটে আক্রান্ত মিডফিল্ডার জিওভানি লো সেলসোর। যে কারণে তিনি দলের সঙ্গে অনুশীলনও করেননি। তার জায়গায় সুযোগ পেতে পারেন লেয়ান্দ্র পারেদেস বা এজেকুয়েল পালাসিওস। এদিকে উরুগুয়ের বিপে ম্যাচে চার ডিফেন্ডারের মধ্যে তিনজনকেই বদলে দিয়েছিলেন স্কালোনি। এবার প্যারাগুয়ের বিপওে রণভাগে বেশ কিছু রদবদল আসতে পারে। আক্রমণভাগে ডি মারিয়া সরাসরি একাদশে আসতে পারেন।