ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার মাধবপুরে বিট পুলিশিং সভা
Published : Tuesday, 22 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার মাধবপুর ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জুন দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা।
এ সময় ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং অপরাধ নিমূর্লে একযোগে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত ব্রাহ্মণপাড়া থানার এসআই জীবনকৃষ্ণ মজুমদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্রজাপতি ডিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অখন্দ, আওয়ামীলীগ নেতা ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন মাধবপুর ইউপির নারী সদস্য সাজেদা বেগম, কুলছুম আক্তার, তাসলিমা আক্তার, ইউপি সদস্য ফারুক আহাম্মেদ খান, কবির হোসেন, আনোয়ার হোসেন, মো. ইউনুছ, হারুনুর রশিদ, ফয়েজ আহাম্মেদ, সুলতান মিয়া, আবুল বাশার ও মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।