ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অসহায় মুক্তিযুদ্ধা পরিবারের আকুতি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে আবেদন
Published : Tuesday, 22 June, 2021 at 12:00 AM, Update: 22.06.2021 1:08:16 AM
অসহায় মুক্তিযুদ্ধা পরিবারের আকুতি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে আবেদনইসমাইল নয়ন।।  মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ অব্যাহত রেখেছেন। জমি ও ঘর পেতে উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণপাড়া বরাবর আবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তান রাজু মিয়া। আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা উপজেলার ছাতিয়ানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সেনাবাহিনী গেজেট নং ১৬৭৯৭ ব্যক্তিগত নং ৪০৭৭৩ পদবী- সুবেদার, সেক্টর ৩, তৎকালীন বুড়িচং থানা এবং মুক্তিযোদ্ধা ভারতীয় তালিকা বই নং-১৪, ক্রমিক নং- ৩১১৩২, থানা বুড়িচং তালিকাভুক্ত ছিলেন। তিনি গত ২০১৯ সালের ২৭ জুন মৃত্যুবরণ করেন। জীবিত অবস্থায় তিনি দুইটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী এক ছেলে এক মেয়ে নিয়ে ঢাকায় বসবাস করতেন। মৃত্যুর পূর্বে তিনি প্রথম স্ত্রী ও তার সন্তানদের নামে সকল সম্পত্তি লিখে দিয়ে গেছেন। মৃত্যুর পর থেকে তার দ্বিতীয় স্ত্রী মনিরা বেগম ঢাকায় দুই সন্তান নিয়ে অন্যের বাসায় আশ্রিতা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আবেদনকারী দ্বিতীয় স্ত্রীর সন্তান রাজু মিয়া মানবিক দিক বিবেচনা করে তার মা ও বোনকে নিয়ে বসবাস করার জন্য প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সোমবার দুপুরে  আবেদন করেছেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অসহায় পরিবারের কথা বিবেচনা করে তিনি প্রশাসন ও সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন।