Published : Thursday, 24 June, 2021 at 12:00 AM, Update: 24.06.2021 1:06:22 AM
বশিরুল ইসলাম: কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন , ছাতা, চার্জ লাইট ও রেডিও বিতরণ করা হয়েছে।
বুধবার ২৩ জুন বেলা ১২টায় কুমিল্লা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদর দক্ষিন উপজেলায় অবস্থিত রামমালা জেলা দরবার হলে এসব জিনিসপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা অঞ্চলের পরিচালক মো: শফিকুল ইসলাম পিএইচডি, আদর্শ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আব্দুস ছাত্তার, বুড়িচং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মোস্তফা কামাল, সদর দক্ষিন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ফজলে রাব্বি, প্রশিক্ষক রফিকুল ইসলাম, প্রশিক্ষিকা সাজেদা বেগম।
জেলার সদর দক্ষিন উপজেলার ২০০জন আনসার ভিডিপি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা ও দলনেত্রীদের মাঝে এসব পুরস্কার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
প্রধান অতিথি মো: শফিকুল ইসলাম বলেন, জরুরী কাজে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল ও আর্থিক সংকট ঘোচাতে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এছাড়াও এ বাহিনীর সদস্যদেরকে ছাতা, চার্জলাইট ও রেডিও দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সদর দক্ষিন উপজেলার মথুরাপুর ক্লাব সমিতিটি সত্যিই একটি মডেল। অন্যান্য ক্লাবের সদস্যরা এই ক্লাবটিকে অনুসরণ করতে পারে। প্রতিটি ক্লাবকে ১লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বলেন, রাষ্ট্রীয় নানা কাজে এই বাহিনীর সদস্যরা অংশগ্রহন করে আসছে। দেশের সকল সমস্যায়, দুর্যোগ মোকাবেলায়, করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধে সচেতনতাবৃদ্ধিতে, মাদক নির্মূলেসহ সকল সেক্টরে এই বাহিনী কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। ক্লাব সমিতির প্রশংসা করে বলেন, মথুরাপুর ক্লাব সমিতিটি অন্যান্যদেরকে উৎসাহিত করবে।