তানভীর দিপু:
বাংলাদেশ,
বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেন একই সূত্রে গাঁথা। দেশের প্রাচীণ
রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠা লাভের পর সবচেয়ে
বড় সাফল্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা বাংলাদেশের
স্বাধীনতা অর্জন । বাংলাদেশ তথা এই উপমহাদেশের রাজনৈতিক অঙ্গণে নানান সফল
ভূমিকা রাখা এই সংগঠনের নেতৃত্বে ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী,
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত কিংবদন্তি
নেতৃবৃন্দ। দলটির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাই সরব ছিলো কুমিল্লা
মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা। মহানগরের কেন্দ্রিয়
কার্যালয় ছাড়াও বিভিন্ন ওয়ার্ডেও পালিত হয়েছে কর্মসূচী।
দিবসটি
উপলক্ষ্যে গতকাল সকালে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে কান্দিরপাড় রামঘাট
কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহানগর আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এসময়
অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, সদর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক
আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ অন্যান্যরা। এছাড়া মহানগর আওয়ামীলীগের উদ্যোগে
বিভিন্ন ওয়ার্ডে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার সবাইকে শুভেচ্ছা জানান।
এদিকে
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ
জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা
উত্তোলণ করেন নেতাকর্মীরা। বিকালে দিবসটি উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভায়
অংশ নেন উক্ত আলোচনা সভায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জসিম
উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক পার্থ
সারথী দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মিজান, প্রচার সম্পাদক
মো: কামলা উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুন নবী বাপ্পী, উপ দপ্তর
সম্পাদক শহীদুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, মহিলা বিষয়ক
সম্পাদক মুন্নি আক্তার, সদস্য অধ্যক্ষ সহিদুল্লাহ, সদস্য আব্দুস সালাম বেগ,
সাংগঠনিক সম্পাদক এড. কামরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য তানজিনা আক্তার,
কৃষক লীগের সভাপতি নির্মল পাল, সাধারণ সম্পাদক হিরু, স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক মহসীনুর রহমান, ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ
সম্পাদক লোকমান হোসনে, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রুবেল হোসেন, যুবলীগ নেতা
সেলিম খন্দকার এনা, মৎস্যলীগের সদস্য সচিব পারভেজ ও মুন্সী ফারুকসহ প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম
সুলতানা সীমার উদ্দেগে বিকাল ৫.৩০ ঘটিকায় কুমিল্লা মডার্ন কমিউনিটি
সেন্টারে এর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ও কেক কাটার আয়োজন
করা হয়। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সাবেক
যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম সিকদার। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বারের
সাবেক পিপি এড গোলাম ফারুক,এড মাসুদ সালাউদ্দিন, মহানগর আওয়ামীলীগ, নেতা
পাপন পাল দঃ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার সদস্য
খাদেম মোঃ ফিরোজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা সিকদার সাধারন
সম্পাদক আইরিন আহম্মেদ ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল সহ
যুবলীগ ছাত্রলীগসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।