ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ে (৫০) এক ভবঘুরে নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার স্টেশনের প্রধান ফটক থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্টেশনের প্রধান ফটক থেকে মরদেহ উদ্ধার করে।
দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি।
স্টেশনের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি জানান, রোগাক্রান্ত ওই নারীকে বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতে দেখেছেন। তবে লাশের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।