ফরিদপুর শহরতলীর ধলার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে যায় তিন বন্ধু। তীব্র স্রোতের টানে ভেসে গেলে দুই বন্ধু পাড়ে উঠতে পারলেও ডুবে যায় সাব্বির আহম্মেদ সৃজন (১৪) নামে এক স্কুলছাত্র।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সাব্বিরের বাসা শহরের পূর্ব খাবাসপুর এলাকায়। সে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
সাব্বিরের বন্ধু তন্ময় জানায়, বিকালে তারা তিন বন্ধু বাইসাইকেলে করে ধলার মোড়ে এসে গোসল করতে নামে। কিন্তু নদীতে নামার পরই তারা উল্টো স্রোতের মুখে পড়ে। এ সময় তারা দুই বন্ধু অনেক চেষ্টায় সাঁতরে পাড়ে উঠতে পারলেও সাব্বির তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রুহুল আমীন জানান, ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও তাদের ডুবুরি না থাকায় স্থানীয় দুলাল হোসেন রুবেল একটি নৌকা জোগাড় করে কয়েকজনকে নিয়ে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য যান। পরে রাত পৌনে ৮টার দিকে তার সন্ধান পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, ওই স্কুলছাত্রকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।