ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রহ্মপুত্র নদের শুশুক মিলল অটোরিকশায়
Published : Thursday, 24 June, 2021 at 7:11 PM
ব্রহ্মপুত্র নদের শুশুক মিলল অটোরিকশায়কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ধরা পড়া দুটি শুশুক পাচারকালে পাচারকারীসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বুধবার বিকালে জোড়গাছ ঘাট থেকে অটোরিকশাযোগে দুটি শুশুক নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। এ সময় মাটিকাটা মোড় এলাকা থেকে স্থানীয় বনবিভাগ কর্মীরা উলিপুর থানাধীন হাতিয়া এলাকার কর্ণধর দাসের পুত্র শ্রী সুজন চন্দ্র (২৮) ও একই এলাকার মৃত তোজাম্মেল হকের পুত্র অটোরিকশা চালক আম্বার আলীকে (৩০) শুশুকসহ আটক করে। পরে তাদের চিলমারী মডেল থানা পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শুশুক পাচারকারী সুজন চন্দ্র ও আম্বার আলীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন এবং মৃত শুশুক দুটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম ফেরদৌস, সামাজিক বনবিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, চিলমারী মডেল থানার এসআই আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।