ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দল থেকে বিতাড়িত হাতিটি
Published : Thursday, 24 June, 2021 at 8:48 PM
দল থেকে বিতাড়িত হাতিটিদল থেকে বিতাড়িত, তাই বলে ১৬ জনকে পিষে মারবে? এমনই কাণ্ড ঘটিয়েছে ভারতের ঝাড়খণ্ডের একটি জেদি হাতি। নিজ দল থেকে বিতাড়িত হওয়ার ক্ষোভে সাধারণ মানুষের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে এই হাতিটি।

ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা এলাকা। সেখানে ওই হাতিটির ২২ সদস্যের একটি দল রয়েছে। কিন্তু হঠাৎ করে দল থেকে বের করে দেওয়া হয় ১৬ বছর বয়সী হাতিকে। ধারণা করা হচ্ছে, তার আচরণের কারণেই দল থেকে বিতাড়িত হয়েছে। এরপর গত দু’মাসে ওই গ্রামের ১৬ জন বাসিন্দাকে মেরে ফেলেছে।

এ বিষয়ে সেখানকার আঞ্চলিক বন কর্মকর্তা সতীশ চন্দ্র রাই সংবাদমাধ্যম এএফপি-কে বলেন,  ‘খারাপ আচরণের কারণে অথবা অন্য পুরুষ হাতিদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে’।

তিনি আরও জানান, ‘আমরা হাতিটির আচরণ নিয়ে স্টাডি করছি। আমাদের ২০ সদস্যের দল হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছে। কারণ এই পশুটিকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মানুষকে বাঁচানো আমাদের প্রথম কাজ’।

বৃহস্পতিবার ভোরেও সুর দিয়ে এক বৃদ্ধ দম্পতিকে আঘাত করে। পরবর্তীতে তাদের মেরে ফেলে জেদি হাতিটি। এ নিয়ে ১৬ জনকে হত্যা করেছে বলে জানা গেছে।

এমন আচরণের সতীশ রায় মনে করেন, হাতিটির খুব কাছাকাছি কেউ চলে আসলে এবং বিরক্ত করলে তাকে মারার চেষ্টা করে’।

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। ভারতে ৩০ হাজারের মতো এশিয়ান বন্য হাতি রয়েছে।