টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু নিজেদের প্রিয় ফরম্যাটে প্রোটিয়াদের পুরোপুরি নাস্তানাবুদ করে ছেড়েছে তারা। প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তাতে ক্যারিবীয়রা ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ১- তে।
৬ স্পেশালিস্ট ব্যাটসম্যান, একজন স্পিন বোলিং অলরাউন্ডার, একজন বিশেষজ্ঞ স্পিনার ও তিন সিমার নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে তেম্বা বাভুমার দল।
এক রাসি ভ্যান ডার ডাসেনের ৩৮ বলে করা ৫৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬০ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। এর আগে কুইন্টন ডি কক ২৪ বলে করেন ৩৭ রান। ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নেন ফাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো। একটি নেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল।
কিন্তু এই স্কোর সহজেই পার করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইসই আলো ছড়িয়েছেন ম্যাচে। তার ৩৫ বলে করা ৭১ রানের ঝড়ো ইনিংস জয়ের মঞ্চ গড়ে দেয় স্বাগতিকদের। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৭টি ছয়। পরে অবশ্য ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলও কম ছিলেন না। গেইল ২৪ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন, আর ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিংয়ে ১৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।