ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকায় বিদেশি মদসহ গ্রেফতার ৬৭
Published : Sunday, 27 June, 2021 at 1:44 PM
ঢাকায় বিদেশি মদসহ গ্রেফতার ৬৭ঢাকায় বিদেশি মদসহ গ্রেফতার ৬৭রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৬ জুন সকাল ৬টা থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ২৭০ গ্রাম ১৩০ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল, সাত বোতল ৯০০ মিলি বিদেশি মদ ও ২১৭ কেজি ১৩৫ গ্রাম গাঁজা, ১৩০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৮৪ বোতল এস্কাফ, ৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা করা হয়েছে।