টাঙ্গাইলের কালিহাতীতে আমভর্তি পিকআপের সঙ্গে সিমেন্টভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক রমজান আলী (২৫) নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৭ জন) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান ময়মনসিংহের গৌরীপুর এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা আমভর্তি একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক রমজান আলী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নিলে সকাল সাড়ে নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।