রাজধানীর তেজগাঁও এলাকা থেকে এলএসডি মাদক উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ রোববার সদর দপ্তরের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বেলা ২টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।