ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবি পরিচালনা নিয়ে ‘‘অতি আত্মবিশ্বাসী’’ কঙ্গনা
Published : Sunday, 27 June, 2021 at 1:58 PM
ইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবি পরিচালনা নিয়ে ‘‘অতি আত্মবিশ্বাসী’’ কঙ্গনাইন্দিরা গান্ধীর জীবনীভিত্তিক ছবি পরিচালনা নিয়ে ‘‘অতি আত্মবিশ্বাসী’’ কঙ্গনা'মনিকর্ণিকা' ছবিটির পর ফের পরিচালকের আসনে বসতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। ছবির নাম 'ইমারজেন্সি'। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ১৯৭৫ সালে ভারতে আরোপ করা জরুরি অবস্থাই ছবির প্রেক্ষাপট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ছবির কাজ শুরু হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর জীবনের যে দিকগুলো সামনে আসেনি সেটা তিনি পর্দায় নিয়ে আসবেন।

'ইমারজেন্সি' কঙ্গনার পরিচালিত দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। এর আগে 'মনিকর্নিকা' ছবিটি যৌথভাবে পরিচালনা করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি কেন  'ইমারজেন্সি' ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন। কঙ্গনার দাবি, তিনি ছবিটি নিয়ে ১ বছর ধরে পরিকল্পনা করেছেন। এ সময়টাতে তার মনে হয়েছে, ছবিটি তার চেয়েও ভালো করে কেউ পরিচালনা করতে পারবেন না।

এর আগে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক 'থালাইভি'তে অভিনয় করে নজর কাড়েন কঙ্গনা। ব্যক্তিগতভাবে তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মতাদর্শ পছন্দ করেন। এবার তিনিই সাবেক কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে আসছেন বড় পর্দায়।