ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যে কারণে দর্শকদের 'চুপ' থাকতে বলেছিলেন কোহলি
Published : Sunday, 27 June, 2021 at 2:03 PM
যে কারণে দর্শকদের 'চুপ' থাকতে বলেছিলেন কোহলিবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছে দেশটির দ্যা অল্টারনেটিভ কমেন্টারি কালেক্টিভ।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে কুকুরের সঙ্গে তুলনা করেছে ওয়েবসাইটটি।

বিষয়টি নিয়ে বিতর্ক চলার মধ্যেই আরও এক বিতর্কে জড়ালেন কোহলি।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কোহলির এক অঙ্গভঙ্গি এসেছে আলোচনায়। পরাজয় বরণের পথে সেদিন দর্শকদের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চুপ থাকতে বলেছিলেন ভারত অধিনায়ক, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেটাঙ্গনে।

মাঠে কোহলি কেন এমন করেছিলেন, তার ব্যাখ্যা চেয়েছেন কেউ কেউ।

অসন্তোষ প্রকাশ করে অনেকেই বলছেন— উদযাপনের বাইরেও অনেক সময় নানা অঙ্গভঙ্গিতে নিজের মনের কথাটা জানিয়ে দেন কোহলি, যা অনেক সময় বিরক্তিকর ও অসৌজন্যমূলক।

কোহলি সেদিন কেন গ্যালারিতে নিউজিল্যান্ড সমর্থক ইংলিশ দর্শকদের চুপ থাকার ইঙ্গিত দিয়েছেন, সেই ঘটনার রহস্য জানালেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নিল ওয়াগনার।

ওয়াগনার জানালেন— সাউদাম্পটনে সেদিন গ্যালারি থেকে ইংলিশ দর্শকরা গান গেয়ে কোহলিকে খোঁচাচ্ছিল, যা কানে আসার পর বিরক্ত হয়ে অমন অঙ্গভঙ্গি করেন কোহলি।

নিউজিল্যান্ড ক্রিকেট আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াগনার বলেন, সেদিন মূলত আইরিশ ব্যান্ড ক্র্যানবেরিসের একটা গানের কথার সঙ্গে কোহলির নাম জড়িয়েই ভারত অধিনায়ককে খোঁচাতে থাকেন দর্শক। গানটির লিরিক হচ্ছে— 'ইন ইওর হেড, ইন ইওর হেড, জম্বি, জম্বি-ই-ই।' কিন্তু দর্শকরা গাইছিল 'ইন ইওর হেড, ইন ইওর হেড, কোহলি, কোহলি।' তারা আসলে কোহলিকে বিরক্ত করার চেষ্টা করছিলেন। কোহলি তখন নিজের মুখে আঙুল দিয়ে তাদের চুপ থাকতে বলেন।

প্রসঙ্গত ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসে ২১৭ ও ১৭০ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ২৪৯ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করে।