ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝিনাইদহে ৯৮ জনের করোনা শনাক্ত
Published : Sunday, 27 June, 2021 at 7:07 PM
ঝিনাইদহে ৯৮ জনের করোনা শনাক্তমহেশপুর উপজেলায় নতুন করে ৫ জনসহ জেলায় ৯৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে এ উপজেলায় ১০১জন আক্রান্ত হয়েছেন। মহেশপুর উপজেলার প্রতি মহল্লায় করোনা ছড়িয়ে পড়েছে। এতে করে আতংকের মধ্যে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী মহেশপুর উপজেলাবাসী।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তার জানান, বৃহস্পতিবার ঝিনাইদহ জেলায় মোট ২৩৬ জনের নমুনা পরীক্ষার পর ৯০ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরমধ্যে মহেশপুর উপজেলায় ৫ জন, ঝিনাইদহ সদরে ২৪, কালীগঞ্জে ২০, শৈলকুপায় ১৫, কোটচাঁদপুরে ১৪ এবং হরিনাকুন্ডে ১২ জন। 

তিনি জানান, এ উপজেলায় মোট ২৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৫৫জন সুস্থ হয়েছেন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮ জনে। আক্রান্তরা নিজ বাড়িতে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
জানা গেছে, আক্রান্তদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় বেশী। আক্রান্তরা উপজেলা ১২টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ছড়িয়ে পড়ছে। ২২শে জুন হতে ৩০ শে জুন পর্যন্ত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান।