ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
Published : Sunday, 27 June, 2021 at 7:08 PM
চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারচট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করো হয়েছে। শনিবার (২৬ জুন) দিবাগত রাতে হারেছ শাহ মাজার রোডের খালপাড় ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আরিফ ওরফে কামরুল (২৩), মো. ইমতিয়াজ হোসেন বাপ্পি (২৫), রিমন নাথ (২৫) ও শহীদুর রহমান (২৫)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে একটি ধারালো টিপ ছোরা, দুটি ছোরা ও একটি চাপাতি জব্দ করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন ছিনতাই করার উদ্দেশ্যে হারেছ শাহ মাজার রোডের খালপাড় ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আজ আদালতে পাঠানো হয়েছে।